দক্ষিণখানের অভিযান সমাপ্ত, নিহত দুই জঙ্গি

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত এবং এ অভিযানে নিহত হয়েছেন দুই জঙ্গি।

ঘটনাস্থলে এখন কাজ করছে বিস্ফোরক নিষ্ক্রিয়করণ ইউনিট ও পুলিশের সদস্যরা। আশকোনার সেই বাড়িটিতে প্রচুর বিস্ফোরক আছে বলে ধারণা করা হচ্ছে। বিপদের সম্ভাবনা থাকায় বাড়িটিতে এখনো কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

শনিবার ভোর থেকেই জঙ্গি আস্তানায় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে শিশুসহ দুই নারী আত্মসমর্পন করলেও ভেতরে আরও তিনজন আছে বলে জানায় পুলিশ। তাদেরকে বারবার বাইরে এসে আত্মসমর্পনের আহবান জানানো হয়। তাতে সাড়া না পাওয়ায় বেলা সাড়ে ১২টা নাগাদ ফের অভিযান শুরু হয়।
Read More News

পরে এক নারী সাত-আট বছর বয়সী এক শিশুকে সঙ্গে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে এসে শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটান। সেই বোমায় নিহত হন তিনি। বোমায় গুরুতর আহত হয় শিশুটি। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।

এতে দুই জঙ্গি নিহত ও আইনশৃঙ্খলা বাহিনীর দুই সদস্যসহ তিন জন আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *