রাজধানীর দক্ষিণখান থানা এলাকার আশকোনার হাজি ক্যাম্পসংলগ্ন আল বাসিত জামে মসজিদের পাশের বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল শুক্রবার দিবাগত রাত থেকেই ঘিরে রেখেছিল পুলিশ। সেখান থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত দুই নারী ও দুই মেয়েশিশুকে উদ্ধার করা হয়েছে। তিনতলা বাড়িতে অভিযান চালিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
Read More News
সকাল থেকে শুরু হওয়া অভিযানের পর ৯টার দিকে ওই বাড়ি থেকে চারজনকে উদ্ধার করা হয়। তারা হলো ঢাকার মিরপুরে নিহত জঙ্গি মেজর জাহিদের স্ত্রী জেবুন্নেসা ও জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা। তাঁদের দুজনের সঙ্গে দুই মেয়ে শিশু রয়েছে। উদ্ধারের পর চারজনকে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে নিয়ে গেছে পুলিশ।