বুধবার সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি। সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়। নৌপথ কুয়াশায় আচ্ছন্ন হওয়ায় এই ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় যাত্রী ও যানবাহন বোঝাই ছয়টি ফেরি মাঝনদীতে নোঙর করে। ফেরি পারের অপেক্ষায় উভয় পাড়ের বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের তিন শতাধিক যানবাহন আটকে পড়ে। প্রচণ্ড শীতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পাটুরিয়া ঘাটে চারটি ও দৌলতদিয়া ঘাটে পাঁচটি ফেরি বেঁধে রাখা হয়েছে। কুয়াশার তীব্রতা কেটে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়। এখন অগ্রাধিকার ভিত্তিতে ফেরিগুলো ছাড়া হচ্ছে।
Read More News