ঝালকাঠির কাঁঠালিয়া বাসস্ট্যান্ডে তাসলিমা বেগম তাজু (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। বাসস্ট্যান্ডের ভাড়াটিয়া বাসা থেকে গতকাল তার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
Read More News
তাসলিমা কাঁঠালিয়া বাজার এবং বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় নদী ও খাল বিলের বিভিন্ন প্রজাতির তাজা মাছ কেনাবেচা করতেন। ঘটনার সময় তাসলিমা একাই বাসায় ছিলেন। পুলিশ ও প্রতিবেশীদের ধারণা কেউ বাসায় ঢুকে শ্বাসরোধে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। ঝালকাঠি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেছেন। কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।