ভারতের সংসদে কিলঘুসি, দুই এমপি আইসিইউতে

ভারতের রাজধানী নয়াদিল্লির পার্লামেন্ট চত্বরে দেশটির বিরোধীদলীয় সংসদ সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্যদের হাতাহাতি ও কিলঘুসির ঘটনা ঘটেছে। গতকাল পার্লামেন্ট ভবনে প্রবেশের সময় সংসদ সদস্যদের মাঝে হাতাহাতির এ ঘটনা ঘটে। এতে অন্তত দুজন সংসদ সদস্য আহত হয়েছেন। বর্তমানে তাদের দিল্লির এক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। সূত্র : এনডিটিভি।
Read More News

খবরে বলা হয়েছে, বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে পুলিশকে খুনের চেষ্টার অভিযোগ ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ‘আম্বেদকর ইজ দ্য ফ্যাশন’ মন্তব্য নিয়ে গতকাল পার্লামেন্টে ব্যাপক হইচই পড়ে যায়। এ সময় বিজেপি ও কংগ্রেসের সংসদ সদস্যদের প্রতিবাদ, পাল্টা প্রতিবাদ হাতাহাতি থেকে কিলঘুসিতে রূপ নেয়। ভারতে সাবেক মন্ত্রী ডা. বি আর আম্বেদকরকে নিয়ে অমিত শাহর অবমাননাকর মন্তব্যের অভিযোগ ঘিরে পার্লামেন্ট চত্বরে বিজেপির সংসদ সদস্যদের সঙ্গে কংগ্রেসের সংসদ সদস্যদের ধাক্কাধাক্কি হয়েছে। এ সময় উভয় পক্ষের সংসদ সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। রাহুল গান্ধীর দলের দুই সংসদ সদস্যকে মারধরের অভিযোগ দায়ের করতে পার্লামেন্ট স্ট্রিট থানায় যান দলটির সংসদ সদস্যরা। এ সময় বিজেপি দলীয় সংসদ সদস্য অনুরাগ ঠাকুর ও বাঁসুরি স্বরাজ বিরোধীদের ওপর চড়াও হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *