জয়পুরহাটে অল্প টাকায় মিলছে ব্যাগভর্তি সবজি। মাত্র ১০০ টাকায় ১০ প্রকার সবজি সরবরাহ করছেন রাজ কুমার খেতান নামের এক ব্যক্তি। তাঁর এমন উদ্যোগে স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের মাঝে।
Read More News
প্রতি বুধবার দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেড় হাজার মানুষের মাঝে এ সবজি বিক্রি করেন তিনি। শহরের শিবমন্দির মার্কেটে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিম্ন আয়ের মানুষ এ সবজি কেনেন। নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির এ সময় তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে। ১০০ টাকার সবজির মধ্যে থাকে নতুন আলু, বেগুন, মুলা, শিম, কাঁচা মরিচ, বাঁধাকপি, ফুলকপি, ধনেপাতা ও পালংশাক।
রাজকুমার খেতান বলেন, এক মাস ধরে ‘একটু সুখের বাজার’ নাম দিয়ে তিনি ভর্তুকি দিয়ে সবজি সরবরাহ করছেন। তার উদ্দেশ্য একটাই মানুষকে একটু স্বস্তি দেওয়া। আগামী রমজান পর্যন্ত তিনি এ সহযোগিতা করবেন। রমজান মাসে ছোলা, খেজুর ও ফলমূল ভর্তুকি মূল্যে সরবরাহের কথাও তিনি জানান। সমাজের বিত্তবানদেরও এ ধরনের সহযোগিতার আহ্বান জানান তিনি।