পোলট্রি শিল্পের অস্থিরতা নিরসন এবং মাংস ও ডিমের দাম কমাতে এ শিল্প সিন্ডিকেটমুক্ত করাসহ চার দাবি জানিয়েছেন প্রান্তিক খামারিরা। দাবির মধ্যে পোলট্রি ফিডের দাম কমানোর দাবিও আছে।
Read More News
এ দাবি মানা না হলে আগামী জানুয়ারি থেকে সব খামার বন্ধ করার ঘোষণা দেন তারা। গাজীপুর প্রেস ক্লাবে আলোচনা সভায় বাংলাদেশ প্রান্তিক পোলট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশনের নেতারা অংশ নেন। সভায় সংগঠনের গাজীপুর জেলা শাখার কমিটিও গঠন করা হয়েছে। প্রান্তিক খামারি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুল ইসলাম মল্লিক।