মাগুরা সদর উপজেলার বেরইল গ্রামে গতকাল দলীয় প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা শরিফুল শেখ (৩৫) নিহতের অভিযোগ পাওয়া গেছে। তিনি বেরইল গ্রামের আকবর শেখের ছেলে। স্থানীয়রা জানান, বেরইল পলিতা ইউপির ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য আকবর শেখ ও বর্তমান সদস্য রাজা গাজীর মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে।
Read More News
তারা দুজনই বিএনপি করেন। আকবর শেখের ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শরিফুল শেখ বৃহস্পতিবার বেরইল বাজারে একটি সেলুনে বসে ছিলেন। তখন রাজা গাজীর ছেলে সাগরসহ কয়েকজন সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করে। ঘটনাস্থলেই মারা যান তিনি। সাগর ইউনিয়ন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে। লাশ পাঠানো হয়েছে মর্গে। মামলার প্রস্তুতি চলছে।