পিকআপ ভ্যানের গোপন প্রকোষ্ঠে ৬২ কেজি গাঁজা

কুমিল্লায় পিকআপ ভ্যানের গোপন প্রকোষ্ঠ থেকে ৬২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১-এর একটি দল। গ্রেপ্তার শাকিল হোসেন কুমিল্লার সদর দক্ষিণের একবালিয়া গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে। গতকাল র‌্যাব-১১-এর সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক ও উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য জানান। Read More News
তিনি বলেন, মিনি পিকআপ ভ্যানের বডির ভিতরে গোপন প্রকোষ্ঠ বানিয়ে বিপুল পরিমাণ গাঁজা পরিবহনের সময় শাকিল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৬২ কেজি গাঁজা ও মাদক পরিবহনকাজে ব্যবহৃত মিনি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে মিনি পিকআপ ভ্যান দিয়ে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ও গাঁজা সংগ্রহ করে তা কুমিল্লাসহ অন্যান্য জেলায় মাদক কারবারি ও মাদকসেবীদের কাছে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *