বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পূর্বনির্ধারিত সমাবেশ স্থগিত করা হয়েছে। গতকাল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ চূড়ান্ত হলে জানানো হবে। এর আগে সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে অংশ নেবেন না খালেদা জিয়া। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত গণমাধ্যমকে জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হওয়ার পর মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করা হবে।
Read More News
মুক্তিযোদ্ধা সমাবেশের মাধ্যমেই খালেদা জিয়া জনসমক্ষে বা রাজনৈতিক কর্মসূচিতে আসবেন। মহান বিজয় দিবস উপলক্ষে ২১ ডিসেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। দলীয় সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সমাবেশে যোগদানের জন্য উপযুক্ত নয় বিধায় তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তিনি সমাবেশে অংশ নেবেন না। চলতি মাসের শেষের দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁর লন্ডন যাত্রার কথা রয়েছে।