বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট মুন্সিগঞ্জ সুপার মার্কেটের সামনে সংঘটিত ডিবজল ও রিয়াজুল ফরাজী হত্যা মামলার আসামি বাঘড়া কাঁঠালবাড়ী এলাকার ত্রাস মমিনুল ইসলাম মামুন মাদবরকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর বাতে শ্রীনগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঁঠালবাড়ী এলাকা থেকে পলাতক আসামি মমিনুল ইসলাম
Read More News
মামুন মাদবরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি মমিনুল ইসলাম মামুন মাদবর উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঁঠালবাড়ী গ্রামের মৃত জমশেদ মাদবরের ছেলে এবং বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
স্থানীয়রা জানান, উপজেলা বাঘড়া ইউনিয়নের কাঁঠালবাড়ি, রুদ্রপাড়া, কাঠিয়াপাড়া, বৈচারপাড়, আড়িয়াল বিলসহ এই অঞ্চলের বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত মামুন মাদবর। এলাকার নিরীহ লোকজনকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাদের এলাকা ছাড়া করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
শ্রীনগর থানার এসআই হাবিব জানান, মামুন মাদবরকে মুন্সিগঞ্জ সদর থানায় দায়েরকৃত হত্যা মামলায় গ্রেপ্তার করে আজ সকালে থানায় পাঠানো হয়েছে।