রাজধানী ঢাকার হজক্যাম্পসংলগ্ন কাওলায় শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক ইজতেমা। কোরআন ও সুন্নত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দীনি সংগঠন দাওয়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে গতকাল ফজরের নামাজের পর শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিক পর্ব।
Read More News
এ সময় নামাজের ফজিলত, সময়ের গুরুত্ব, সন্তানের সুশিক্ষা ও পরিবারের সংশোধন ইত্যাদি বিষয়ে কোরআন-হাদিস দিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় অংশ নেন দাওয়াতে ইসলামীর মুবাল্লিগ মাওলানা মুহাম্মদ সোলায়মান মাদানী আত্তারী, মুহাম্মদ ইমরান আত্তারী, মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম আত্তারী, মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম কাদেরি, মাওলানা নাইমুল হায়দার কাদেরী ও মুফতি মুহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দেদী। তিন দিনব্যাপী দেশ-বিদেশের সুন্নি স্কলার, আলেমে দীন ইসলামের মৌলিক বিষয়, আকায়েদ, আমল ও আখলাক নিয়ে সারগর্ভ বয়ান করবেন। ২১ ডিসেম্বর জোহরের নামাজ ও আখেরি মোনাজাতের মাধ্যমে শেষে হবে এ ইজতেমা।