রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবিতে) গতকাল উদ্বোধন হলো সিএফমোটোর ফ্ল্যাগশিপ ৩০০ সিসির স্পোর্টস বাইক। ‘রাইড দ্য ফিউচার’ শিরোনামে সিএফমোটো বাংলাদেশ অফিশিয়ালি ছয়টি নতুন মডেলের মোটরসাইকেল বাজারে এনেছে। এর মধ্যে রয়েছে সিএফমোটোর ফ্ল্যাগশিপ মডেল ৩০০ এসআর, ২৫০ এনকে এবং ২৫০ এসআর-এর সঙ্গে নতুন ১৫০ এসসি, ২৫০ সিএলসি ও ২৩০ ডুয়েল।
Read More News
গতকাল আইসিসিবির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএফমোটোর দক্ষিণ-পূর্ব এশিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার লিউ চুনচেন (হাডসন), মার্কেটিং ম্যানেজার ডেং সিইউন (গ্যারি), দক্ষিণ-পূর্ব এশিয়ার সেলস ম্যানেজার বু আওলিন, সিএফমোটো বাংলাদেশের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মামুন, ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন তানবির এবং সিইও মো. রেজাউল করিম প্রমুখ।
সিএফমোটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন তানবির বলেন, তরুণদের কথা চিন্তা করে সারা বিশ্বের সেরা ডিজাইনের এবং কোয়ালিটির বাইক আমরা বাংলাদেশে নিয়ে এসেছি। আমেরিকাতে যে ধরনের বাইক পাওয়া যায় এখন থেকে একই রকমের বাইক এবং পার্টস বাংলাদেশে পাওয়া যাবে। আমাদের বাইক সার্ভিসের জন্য ঘরে বসে অর্ডার করলে তার কাছে টেকনিক্যাল টিম চলে যাবে।
আয়োজকরা জানান, সিএফমোটো ৩০০ এসআর এ রয়েছে ২৯৮ সিসি ইঞ্জিন- যা স্ট্রিট রাইড ও ট্র্যাক রাইডে দুর্দান্ত পারফরম্যান্স প্রদান করবে। বাইকটি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড-কুলড ইএফটি ইঞ্জিনের সঙ্গে ৩০ বিএইচপি পাওয়ার এবং ২৭ নিউটন মিটার টর্ট উৎপাদন করতে পারে। বাইকটিতে সর্বাধুনিক প্রযুক্তির টিএফটি ডিসপ্লে সংযুক্ত করা হয়েছে। এতে ইউএসডি সাসপেনশন নিশ্চিত করে থ্রিলিং রাইডিং অভিজ্ঞতা। বাইকটির বাজার মূল্য ৪ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা। নেকেড স্পোর্টস বাইক ক্যাটাগরির বাইক সিএফমোটো ২৫০ এনকে। এই বাইকের বাজার মূল্য ৩ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। পারফরম্যান্স-ওরিয়েন্টেড রাইডারদের জন্য ডিজাইন করা হয়েছে সিএফমোটো ২৫০ এসআর বাইকটি। এই বাইকে যুক্ত করা হয়েছে ট্র্যাক-ইন্সপায়ারড ২৪৯ সিসি ইঞ্জিন। এই বাইকের বাজার মূল্য ৩ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা। সিএফমোটোর নতুন মডেলগুলোর মধ্যে আরও রয়েছে সিএফমোটো ১৫০ এসসি, যা শহরে যাতায়াত এবং সহজ স্টোরেজের জন্য ডিজাইন করা হয়েছে। সিএফমোটো ২৫০ সিএল-সি একটি ক্রুজার টাইপ বাইক। দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি উইকেন্ড অ্যাডভেঞ্চারের জন্যও ভালো এবং সিএফমোটো ২৩০ ডুয়েল একটি ডুয়াল-স্পোর্টস বাইক, যেটি অফ-রোড রাইডারদের জন্য ডিজাইন করা হয়েছে।