টেস্ট ইতিহাসে সপ্তম সর্বোচ্চ উইকেটশিকারী ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনে ড্র হওয়া তৃতীয় টেস্টের পর এই ঘোষণা দেন তিনি।
টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী অশ্বিন টেস্টে ১০৬ ম্যাচে ২৪ গড়ে ৫৩৭ উইকেট শিকার করেন। তার আগে আছেন কেবল অনিল কুম্বলে (৬১৯ উইকেট)।
Read More News
ব্যাট হাতেও দারুণ ভূমিকা রেখেছেন তিনি, ২৫.৭৫ গড়ে করেছেন ৬টি সেঞ্চুরি।
ব্রিসবেনে সংবাদ সম্মেলনে অশ্বিন বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে সব ফরম্যাটে একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে এটি হবে আমার শেষদিন।’  
তিনি আরো বলেন, ‘আমি মনে করি, ক্রিকেটে দেওয়ার মতন আমার আরো কিছু আছে, তবে সেটা ক্লাব পর্যায়ের জন্য।’
ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, অশ্বিন অস্ট্রেলিয়া সফরের আগেই অবসর নেওয়ার কথা বিবেচনা করেছিলেন, তবে তাকে খেলা চালিয়ে যেতে উৎসাহ দেন অধিনায়ক।
রোহিত বলেন, ‘তিনি (অশ্বিন) দলের বড় ম্যাচ জেতানো খেলোয়াড়। তার চিন্তা-ভাবনার প্রতি দলের পূর্ণ সমর্থন রয়েছে।’
অশ্বিনের প্রতি শ্রদ্ধা  জানিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘অশ্বিন ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন।’  
ভারতের কোচ গৌতম গম্ভীর বলেন,‘তোমাকে একজন তরুণ বোলার থেকে আধুনিক ক্রিকেটের কিংবদন্তি হিসেবে গড়ে উঠতে দেখা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা।
অশ্বিনের অসাধারণ কিছু অর্জন
টেস্ট
অশ্বিন টেস্টে ৩৭ বার পাঁচ উইকেট শিকার করেছেন। যা টেস্ট ইতিহাসে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের পর দ্বিতীয় সর্বোচ্চ।  
সীমিত ওভারের ক্রিকেটে সাফল্য
ওয়ানডেতে অশ্বিন ১১৬ ম্যাচে ৩৩.২০ গড়ে ১৫৬ উইকেট এবং ৬৫ টি-টোয়েন্টি ম্যাচে ২৩.২২ গড়ে ৭২ উইকেট শিকার করেছেন। অশ্বিন ২০১১ বিশ্বকাপজয়ী দলেও ছিলেন, যদিও মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন তিনি।
 ExamsWorld
ExamsWorld