ভারতের কাছে হেরে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে গ্রুপচ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। তবে সেরা চার দলের লড়াইয়ে প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়ে মুদ্রার উল্টো পিঠ দেখেছে বাংলাদেশের মেয়েরা। ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে সুপার ফোর শুরু করেছে বাংলাদেশ।

আজ বৃস্পতিবার (১৯ ডিসেম্বর) মালয়েশিয়ার বুয়েমাস স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রান তোলে বাংলাদেশ।

ভারত ৮১ রানের লক্ষ্য টপকে যায় ৮ উইকেট আর ৪৭ বল হাতে রেখেই।
শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙে ২৭ রানে। ইভা ১৯ বলে ১৪ রানে ফেরেন আয়ুশি শুক্লার বলে। এক বোলারের হাতে ক্যাচ দিয়ে পরপরই ফিরেছেন আরেক ওপেনার ফাহমিদা ছোঁয়া (১০)।
Read More News

এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। শেষদিকে নবম জুটিতে ১৮ রান করে কিছুটা হলেও মানরক্ষা করেন নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম। নিশি ১০ রানে ফিরলেও, ৪ বলে ১১ রানে অপরাজিত ছিলেন হাবিবা। যুব টাইগ্রেসদের এই চার ব্যাটারই কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন।
অন্যদিকে, ভারতের পক্ষে সর্বোচচ ৩ উইকেট নিয়েছেন আয়ুশি শুক্লা। এ ছাড়া সোনম যাদব ২, শবনম শাকিল ও মিথিলা একটি করে উইকেট শিকার করেন।
৮১ রানের ছোট লক্ষ্য তাড়ায় ভারত ১০ ও ২২ রানে দুই উইকেট হারালেও, শেষ পর্যন্ত বাংলাদেশের আর কোনো উল্লাসের উপলক্ষ্য পায়নি। কয়েকদিন আগেই মাত্র ১৬ বছর বয়সে কোটি টাকায় আইপিএলে দল পাওয়া কমলিনি আজ রানের খাতাও খুলতে পারেননি। এ ছাড়া ১ রানে সানিকা সালকে-কে আউট করারই বাংলাদেশের জন্য সান্ত্বনাদায়ক ছিল।

সেই স্বস্তি তৃতীয় জুটিতে কেড়ে নিয়েছেন গঙ্গাদি তৃষা ও নিকি প্রসাদ। তৃষা ৪৫ বলে ১০ চারে ৫৮ ও প্রসাদ ১৫ বলে ২২ রানে অপরাজিত থেকে ভারতের জয় নিশ্চিত করেছেন। বিপরীতে বাংলাদেশের হয়ে ২টি উইকেটই নিয়েছেন আনিসা আক্তার সোবা।
শুক্রবার (২০ ডিসেম্বর) সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টুর্নামেন্টের ফাইনালে খেলতে হলে সেই ম্যাচে শুধু জিতলেই হবে না, অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে সুমাইয়া আক্তারের দলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *