আসাদের পতনের পর সিরিয়ায় উড়ল প্রথম বাণিজ্যিক ফ্লাইট

বাশার আল-আসাদ পালানোর পর সিরিয়ায় বুধবার (১৮ ডিসেম্বর) প্রথম বাণিজ্যিক ফ্লাইট উড্ডয়ন করেছে। বছরের পর বছর ধরে চলা গৃহযুদ্ধের পর সিরিয়ার রাজধানী দামেস্ক দখলে নেন বিদ্রোহীরা। পরে দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন বাশার আল-আসাদ।

বুধবার ফ্লাইটটি দেশটির উত্তরে আলেপ্পোতে অবতরণ করে।

Read More News

ফ্লাইটটিতে ৪৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে সাংবাদিকদের একটি দলও অন্তর্ভুক্ত ছিল। ৮ ডিসেম্বর দামেস্ক বিমানবন্দরে আসাদপন্থী বাহিনীর নিয়ন্ত্রণ হারানোর পর থেকে কোনো ফ্লাইট ওঠা-নামা করেনি। ওই দিন বিদ্রোহী যোদ্ধারা রাজধানীর দিকে অগ্রসর হওয়ার সময় আসাদবাহিনী বিমানবন্দর ত্যাগ করে।
এই সপ্তাহের শুরুর দিকে বিমানবন্দরের কর্মীরা বিরোধীপক্ষের তিন-তারা পতাকা তৈরি করেন, যা ২০১১ সালের বিদ্রোহের প্রতীক।

পরে টার্মিনালের অভ্যন্তরে আসাদ সরকারের পতাকা সরিয়ে নতুন পতাকাটি স্থাপন করা হয়।
বিমানবন্দরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, রক্ষণাবেক্ষণের কাজ শেষে ২৪ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হবে। এদিকে, প্রতিবেশী জর্দান বাণিজ্যের জন্য জাবের সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দিয়েছে। ফলে দুই দেশের মধ্যে পণ্য এবং মালবাহী যান চলাচল পুনরায় শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *