দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে গভীর রাতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫২ জন নিহত হয়েছে বলে বৃহস্পতিবার তালেবান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার তিনি এ খবর জানান। এ ছাড়া এ ঘটনায় আরো ৬৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
গতকাল বুধবার গভীর রাতে গজনি প্রদেশে রাজধানী কাবুল এবং দক্ষিণ কান্দাহার শহরের মধ্যে একই মহাসড়কে দুর্ঘটনাগুলো ঘটে।
দেশটির তথ্য ও সংস্কৃতির প্রাদেশিক প্রধান হামিদুল্লাহ নিসার এক্স-এ বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি কাবুল-কান্দাহার মহাসড়কে দুটি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে আমাদের ৫২ জন স্বদেশী নিহত এবং ৬৫ জন আহত হয়েছেন।’
নিসার জানান, মধ্য গজনির শাহবাজ গ্রামের কাছে একটি জ্বালানি ট্যাংকারের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়, অন্যটি পূর্বাঞ্চলীয় জেলা আন্দারে ঘটেছে। যেখানে একটি যাত্রীবাহী বাস একটি ট্রাককে ধাক্কা দেয়।
তিনি আরো বলেন, ‘উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে গেছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।’
আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা সাধারণ বর্তমানে সাধারণ ঘটনা। কয়েক দশক ধরে চলা যুদ্ধ এবং দুর্বল অবকাঠামো করণে এমন ঘটনা বেড়ে গেছে।
গত মার্চ মাসে দক্ষিণ হেলমান্দ প্রদেশে একটি জ্বালানী ট্যাংকারের সঙ্গে বাসের সংঘর্ষে বিস্ফোরণে ২০ জনেরও বেশি লোক নিহত এবং ৩৮ জন আহত হয়।
একই ধরনের দুর্ঘটনায় ২০২২ সালে ৩১ জনের মৃত্যু হয় এবং আরো বেশ কয়েক জন পুড়ে যায়। ২০২১ সালে বিদেশি সেনা চলে যাওয়ার পর তালেবানরা দেশটির ক্ষমতা দখল করে নিয়েছে।