আল্লাহ তায়ালা এই বিশ্বকে সুন্দরভাবে সৃষ্টি করেছে। সৃষ্টি করেছেন ১৮হাজার মাকলুকাত। তার মধ্যে দুটি জাতি সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। একটি হল মানব জাতি অন্যটি হল জ্বিন জাতি। কেননা আল্লাহ তায়ালা বলেন, আমি জ্বীন ও মানব জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি।
ইসলামের স্তম্ভ বা ভিক্তি হল পাঁচটি এর মধ্যে দ্বিতীয় স্তম্ভ বা ভিক্তি হল নামাজ। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ৮২ জায়গায় নামাজের কথা উল্লেখ করেছে। আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা নামাজ কায়েম কর।