প্রকাশক দীপন হত্যায় অভিযুক্ত আব্দুস সবুর রাজু ওরফে সুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। রোববার সকালে এ তথ্য জানা যায়।
Read More News
ডিএমপির তথ্যমতে দীপন হত্যা ও টুটুল হত্যাচেষ্টার অন্যতম ছিলেন রাজু ।
এর আগে গত ২৪ আগস্ট দীপন হত্যায় জড়িত পুরস্কার ঘোষিত জঙ্গি সিফাতকে গ্রেফতার করে পুলিশ।
গত বছরের ৩১ অক্টোবর বিকালে শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে খুন হন ফয়সল আরেফিন দীপন। ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ছিলেন তিনি।