৩৭তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) তাদের ওয়েব সাইটে নোটিশের মাধ্যমে মঙ্গলবার এ তারিখ প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট এবং রংপুর কেন্দ্রে একযোগে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষায় আড়াই লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হল এবং আসন বিন্যাস পরবর্তীতে সংবাদ পত্রে এবং কমিশনের ওয়েবসাইটে জানানো হবে।
Read More News
সাধারণ ক্যাডারে ৪৬৫ জনসহ মোট ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দেওয়ার জন্য ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়।