মডেল রিসিলা বিনতে ওয়াজের আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার আত্মহত্যা চেষ্টার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন। কিন্তু শেষ চেষ্টায়ও তাকে বাঁচানো যায়নি।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পারিবারিক কলহের জের ধরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
তিনি আরও জানান, সুবাস্তু নজর ভ্যালির ওই অ্যাপার্টমেন্টের ১০ম তলায় ভাড়া থাকতেন রিসিলা। ঘটনার সময় স্বামীর সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলছিলেন রিসিলা।
স্বজনরা বলেছেন, বেশ কিছুদিন ধরেই না-কি মানসিক অবসাদে ভুগছিলেন রিসিলা। কয়েকজন পরিচিত বলেছেন, এই মডেল মাদকাসক্তও ছিলেন।
Read More News
রিসিলার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
রিসিলা মূলত র্যাম্প ও বিলবোর্ড মডেল হিসেবেই পরিচিত। আড়ং, কে ক্র্যাফট, ছাড়াও বেশকিছু নামিদামি ফ্যাশন হাউজের মডেল ছিলেন রিসিলা। এছাড়া দেশের বড়বড় র্যা ম্প শো-তে স্টপার হিসেবে কাজ করছেন রিসিলা। কিছু টেলিভিশন নাটকেও দেখা গেছে তাকে।