বঙ্গবন্ধুর আর্দশে উজ্জীবীত হয়ে ত্যাগের মনোভাব নিয়ে দলের নেতাকর্মীদের কাজ করার হ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা আত্মত্যাগের মনোভাব নিয়ে রাজনীতি করেই তারাই স্থান করে নিতে পারে মানুষের মনে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার সকালে গণভবনে স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, সততা আর নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনার ফলেই অন্ধকার থেকে আজ আলোর পথে যাত্রা করেছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর আর্দশকে সমুন্নত রেখে এদেশের মানুষের কল্যাণই তার রাজনীতি।
Read More News
দলের নেতাকর্মীদের সেই আর্দশ ধারণ করে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পঁচাত্তরের পর স্বাধীনতা বিরোধীরা সরকারে থাকায় দেশ পিছিয়ে গিয়েছিল। জানান, করুণা নয়, আজকের বাংলাদেশ বিশ্বের চোখে সম্মানের স্থানে অধিষ্ঠিত।
সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনের কথা বলতে গিয়ে মুক্তিযুদ্ধকালীন নয় মাসের বন্দীজীবনের কথা স্মরণ করেন শেখ হাসিনা বলেন, অন্ধকারে সেদিন বাঁচার প্রেরণা হয়ে এসেছিল তার সন্তান।
পরে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কেক কেটে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন করেন।