শিক্ষকতা পেশাকেই লজ্জিত করলেন ভারতের গুজরাটের এক শিক্ষিকা। ছোট ছোট ছাত্রছাত্রীদের সামনে অর্ধনগ্ন হয়ে নাচ। মোবাইল পর্নোগ্রাফি, অশ্লীল কথাবার্তা বলা, এমনটাই দিনের পর দিন শ্রেণিতে চালিয়ে যাচ্ছিলেন ওই শিক্ষিকা। এই ঘটনা জানাজানি হয়ে যাওয়ার পর এবার কারাঘারে যেতে হয়েছে পোরবন্দরের সারদা বিদ্যা মন্দিরের ওই শিক্ষিকাকে।
Read More News