ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ২৩ নির্মাণাধীন ভবন ও বাসা-বাড়িকে ২ লক্ষ ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। খিলগাঁওয়ের পিডব্লিউডি কলোনিতে মশার লার্ভা পাওয়ায় দ্রুত পরিবেশের উন্নতির জন্য সতর্ক করা হয়েছে।
Read More News
এছাড়াও এ সময় এডিস মশার লার্ভা প্রজনন উপযোগী পরিবেশ বিরাজ করায় মোট ১১টি বাসা ও নির্মাণাধীন ভবনকে সতর্ক করা হয়।
এডিসের লার্ভা বিরোধী অভিযানের পাশাপাশি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ঢাদসিক।
আজ বুধবার (৪ অগাস্ট) দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতসমূহ পরিচালনা করেন।