ঢাকাই সিনেমার অভিনেত্রী ”একা” আটক

ঢাকাই সিনেমার অভিনেত্রী একাকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামপুরার উলনের বাসা থেকে তাঁকে আটক করা হয়। আটকের সময় তাঁর বাসা থেকে পাঁচ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও হাফ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন হাতিরঝিল থানার পরিদর্শক।

হাতিরঝিল থানার এসআই বলেছেন, ‘গৃহকর্মী আমাদের কাছে যে অভিযোগ করেছেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে। অভিনেত্রী একা এখন হাতিরঝিল থানায় রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর অভিযোগকারী ওই গৃহকর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গৃহকর্মীর হাতে ও মাথায় আঘাত রয়েছে।’
Read More News

এসআই হারুন বলেন, ‘প্রথমে আমাদের কাছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল আসে। ওই গৃহকর্মীই ৯৯৯-এ কল দিয়েছিলেন। তারপর পুলিশ হাতিরঝিল থানাধীন রামপুরার উলন এলাকা থেকে একাকে আটক করে এবং গৃহকর্মীকে উদ্ধার করে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

চলচ্চিত্র ও টিভি নাটকে কাজ করার পাশাপাশি বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করেছেন একা। ১৯৯৮ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ চলচ্চিত্রে মান্নার বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে একার। এরপর তিনি একই পরিচালকের ‘ধর’ চলচ্চিত্রে মান্নার বিপরীতে অভিনয় করেছিলেন। পরে রুবেল, আমিন খান, আলেকজান্ডার বো, অমিত হাসান ও শাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় জুটি হয়ে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। সর্বশেষ ২০০৮ সালে একাকে ‘বাহাদুর সন্তান’ সিনেমায় দেখা গিয়েছে। ৩০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *