মার্কেট খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই হুমড়ি খেয়ে পড়েছে ক্রেতারা। বিভাগীয় শহরের মার্কেটগুলোতে এখন উপচে পড়া ভিড়। কোথাও নেই স্বাস্থ্যবিধির বালাই। নিউমার্কেট এলাকা ঘুরে দেখা যায়, বেশিরভাগ মানুষই স্বাস্থ্যবিধি মানছে না। অনেকেই মাস্ক না পরেই মার্কেট করার জন্য চলে এসেছেন।
Read More News
লকডাউন শিথিলের ফলে সংক্রমণের গতি আরও অনেক বাড়বে। আমার আশঙ্কা- আগস্টের প্রথমার্ধ্বে আমরা দেখবো যে, প্রতিদিন আক্রান্তের সংখ্যা ২০-২৫ হাজার ছাড়িয়ে যাচ্ছে। মৃত্যুর সংখ্যা প্রতিদিন ৫০০ ছাড়িয়ে যাচ্ছে। এটা হওয়ার আশংকা খুবই বেশি।
দিন দিন যেভাবে মৃত্যুর হার বাড়ছে। সরকারি হিসেব মতে, গত পাঁচ দিন ধরে দুইশ’র ওপরে মৃত্যু হচ্ছে। এই পরিপেক্ষিতে লকডাউন আরও কঠোরভাবে চালিয়ে যাওয়া উচিত ছিল। এর সঙ্গে আইনি বাধ্যবাধকতাগুলো আরও কঠোরভাবে প্রয়োগ করা উচিত ছিল। এটা করলে আমাদের দৃষ্টিতে বেশি যুক্তিসঙ্গত পদক্ষেপ হতো।