দেশে করোনায় মৃত্যু ২১০ ও আক্রান্ত ১২৩৮৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭০৫২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ১২৩৮৩ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে আট হাজার ২৪৫ জন। এ নিয়ে দেশে মোট আট লাখ ৯৭ হাজার ৪১২ জন করোনা থেকে সুস্থ হলো।
Read More News

২৪ ঘণ্টায় নতুন ২১০ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৩১ জন ও নারী ৭৯ জন। এ মধ্যে ঢাকা বিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ৪৬ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে নয়জন, রংপুর বিভাগে ১৪ জন ও ময়মনসিংহ বিভাগে আটজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ১৫৭ জন, বেসরকারি হাসপাতালে ৪০ জন ও বাসায় ১৩ জন মারা গেছেন।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৬২৭টি ল্যাবে ৪৪ হাজার ৮১০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ৪৯০টি। করোনা শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ। এই পর্যন্ত নমুনা শনাক্তের হার ১৪ দশমিক ৯২ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *