বলিউডে কোণঠাসা হয়েছিল প্রিয়াংকা চোপড়া

নিজের হলিউডে পাড়ি দেয়ার নেপথ্যে অভিনেত্রী শোনান রূপকথার গল্প। কিন্তু নিন্দুকেরা বলে, বলিউডে কোণঠাসা করা হয়েছিল প্রিয়াংকা চোপড়াকে। ইন্ডাস্ট্রির এক সুপারস্টারের সঙ্গে ঘনিষ্ঠতা অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল এই নায়িকার ক্যারিয়ারে। খানিকটা বাধ্য হয়েই হলিউডে পাড়ি দিয়েছিলেন দেশি গার্ল। সেখানে তিনি নিজের পরিচিতি গড়ে তুলেছেন নিক জোনাসকে বিয়ে করেছেন-তা অবশ্য অন্য গল্প। তবে নতুন প্রজন্মের আর পাঁচজন শিল্পীর মতোই ওটিটির জয়গানে যখন প্রিয়াংকা সুর মেলান, তখন তার সঙ্গে জড়িত অতীত অনুষঙ্গ বুঝতে অসুবিধে হয় না।

সম্প্রতি আমেরিকায় একটি ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফরমের উদ্বোধনে এ নায়িকা বলেছেন, ইন্ডাস্ট্রিতে কয়েকজনের একচেটিয়া রাজত্ব ভেঙে দিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফরম। প্রিয়াংকার মতে, হিন্দি ছবি বা সিরিজকে ফর্মুলার বাইরে ভাবতে বাধ্য করেছে এই প্ল্যাটফরমগুলো।
Read More News

ভারতীয় ওটিটির ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ সময়। অনুরাগীদের উদ্দেশ্যে তার বার্তা, এই প্ল্যাটফরমগুলোকে যেন সাদরে গ্রহণ করা হয়। এখন অবধি নেটফ্লিক্স ছবি ‘দ্য হোয়াইট টাইগার’-এ কাজ করেছেন প্রিয়াংকা। তার ও নিকের প্রযোজনা সংস্থা স্ট্রিমিং জায়ান্টদের সঙ্গে একাধিক চুক্তি করেছে। আগামী দিনে আন্তর্জাতিক মঞ্চে দক্ষিণ এশীয় দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়াতেও নিজের সংকল্পের কথা বলেছেন প্রিয়াংকা।

এদিকে এ অভিনেত্রী বর্তমানে ব্যস্ত রয়েছেন বেশকিছু হলিউড সিনেমা নিয়ে। পাশাপাশি বলিউডের একটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়ে আছেন। তবে করোনা পরিস্থিতির কারণে সেগুলোর কাজ শুরু হচ্ছে না। তবে প্রিয়াংকা নিজেও বেশি জোর দিচ্ছেন অনলাইন কনটেন্টের ওপর। কারণ তিনি মনে করেন, সামনের যুগটা গল্পনির্ভর ছবির। আর সেরকম ছবি কিংবা সিরিজের জন্য সিনেপ্লেক্সের চাইতে অনলাইনই সব থেকে ভালো মাধ্যম।

এদিকে ব্যক্তিগত জীবনে প্রিয়াংকা স্বামী নিক জোনাসের সঙ্গে সুখেই সংসার করছেন। তারা বর্তমানে রয়েছেন নিউ ইয়র্কে। নিক নিজের সংগীত ক্যারিয়ার নিয়ে ব্যস্ত আর প্রিয়াংকা ব্যস্ত অভিনয় নিয়ে। তবে দু’জনই দু’জনের কাজকে পূর্ণ সমর্থন ও উৎসাহ যুগিয়ে যাচ্ছেন। প্রিয়াংকা বলেন, নিক জোনাস আমার জীবনে আলো হয়ে এসেছে। সে থাকলে আমার জীবনে আর কোনো কিছুই দরকার হয় না। সে আমাকে পরিপূর্ণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *