যোগদিবসে বাড়ির ছাদে ঊষসী চক্রবর্তী

সুস্থ এবং নিরাপদ থাকা আমাদের দৈনন্দিন অনুশীলন ৷ আমাদের জীবনচর্যা কেমন হবে, সেটা আমাদের পছন্দ ৷ মনে করেন ঊষসী চক্রবর্তী ৷ অভিনেত্রীর কথায়, ‘‘যোগাভ্যাস এমন একটি অনুশীলন, যেখানে কেবল শারীরিক ভাবে নয়, সুস্থ থাকা যায় মানসিক দিক দিয়েও ৷’’
Read More News

নেটিজেনদের কাছে পর্দার জুন আন্টির আর্জি, এই বিশ্ব যোগদিবস থেকেই এমন কিছু পরিবর্তন নিজের জীবনযাপনে আনুন, যার ফল হবে সুদূরপ্রসারী৷ বক্তব্যের সঙ্গে নিজের যোগচর্চার ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন ঊষসী৷ সেখানে দেখা যাচ্ছে বাড়ির ছাদে যোগচর্চা করছেন তিনি৷ ছাদজুড়ে ছড়ানো সবুজের মধ্যে জুন আন্টির যোগচর্চা বাহবা পেয়েছে নেটিজেনদের৷

কিন্তু কোন যোগাসন করলেন জুন আন্টি? জানিয়েছেন সে কথাও বলেছেন, তিনি সূর্যপ্রণাম করেছেন৷ মোট ১২ টি আসনের সমাহার এই ‘সূর্যপ্রণাম’৷ নেটিজেনদের কাছে ব্যাখ্যা করেছেন তিনি৷ পর্দার খলনায়িকা জুন আন্টিকে দুরন্ত যোগাভ্যাসকারীর ভূমিকায় দেখে নেটিজেনরা মুগ্ধ৷

অভিনয়ের বাইরে সামাজিক মাধ্যমেও ঊষসী খুব জনপ্রিয় ৷ মাঝে মাঝেই তিনি গান করেন ফেসবুকবন্ধুদের জন্য৷ একবার লাইভে জানিয়েছিলেন তিনি স্কুলজীবনে ভাল কবিতাপাঠ করতেন৷ নেটিজেনরা তাঁর কাছে আবৃত্তিপাঠের আব্দারও জানিয়েছেন৷

কিছু দিন আগে ফেসবুক লাইভে এসে ঊষসী গেয়েছিলেন, ‘উদাসীন থেকো না, সাড়া দাও’৷ সেই গানের লাইনই তিনি বেছে নিয়েছেন পিতৃদিসবসের ছবির ক্যাপশন হিসেবে৷ পিতৃদিবস উপলক্ষে উষসী শেয়ার করেছিলেন তাঁর বাবা প্রয়াত প্রাক্তন মন্ত্রী ও বাম নেতা শ্যামল চক্রবর্তীর ছবি৷ তাঁর সেই পোস্টে স্মৃতিমেদুর হয়ে পড়েন বহু নেটিজেন৷

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *