প্রথম দুই ম্যাচের একটিতে জয় এবং একটিতে ড্র করেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকা কাপে তাই পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে মেসির দেশ। আগামীকাল মঙ্গলবার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে নামছে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।
প্রথম ম্যাচে চিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে এবং দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে কোনোমতে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।
এই ম্যাচের প্রথম একাদশে নামতে পারেন সদ্য বার্সেলোনায় যোগ দেওয়া সার্জিও আগুয়েরো। তিনি চিলির বিপক্ষে নেমেছিলেন বদলি হিসেবে। উরুগুয়ের বিপক্ষে খেলার সুযোগ পাননি। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এ ব্যাপারে বলেন, ‘প্যারাগুয়ের বিপক্ষে প্রথম একাদশে খেলতে পারে আগুয়েরো। সে এমন একজন খেলোয়াড়, যাকে আমরা চাই। কিছু কারণে তাকে নেওয়া হয়নি। তার বিকল্প বেছে নিয়েছিলাম আমরা।’
Read More News
প্রতিপক্ষ প্যারাগুয়ে সম্পর্কে আর্জেন্টিনা কোচ বলেন, ‘প্যারাগুয়ে খুবই অস্বস্তিকর এবং কঠিন প্রতিপক্ষ, এই দলটি ভালো খেলে এবং তাদের একজন ভালো কোচ আছেন।’