গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-মেয়ের মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে এক গৃহবধূ ও তাঁর শিশু মেয়ে নিহত হয়েছে। আজ শনিবার উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকার দেলোয়ার হোসেনের বহুতল ভবনের পঞ্চম তলায় এ দুর্ঘটনা ঘটে।
Read More News

নিহতরা হলেন বাগেরহাট জেলার কাফিলাবাগ এলাকার গোলাম মোস্তফার স্ত্রী সোনিয়া জান্নাত (২৫) ও তাঁদের মেয়ে হুমাসা জান্নাত (২)।

ভবনের মালিক মো. দেলোয়ার হোসেনসহ স্থানীয়রা জানান, তাঁর ফ্ল্যাটে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন গোলাম মোস্তফা। প্রতিদিনের মতো স্ত্রী-সন্তানকে বাসায় রেখে আজ সকালে কর্মস্থলে চলে যান তিনি। বেলা ১১টার দিকে মোস্তফার ফ্ল্যাটে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। বিস্ফোরণে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ছিটকে যায়। এলাকাবাসী আগুন নেভায় এবং দগ্ধ মা ও মেয়েকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল হেরা হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সোনিয়া জান্নাত মারা যান। তাঁর কিছুক্ষণ পর শিশু মেয়ে জান্নাতও মারা যায়।

আল হেরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. হুমায়ুন কবির জানান, আগুনে মায়ের ৫০ শতাংশ ও শিশুটির ৬০ শতাংশ দগ্ধ হয়েছে।

ফায়ার সার্ভিসের শ্রীপুর স্টেশনের স্টেশন কর্মকর্তা জানান, আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, আগুন না জ্বালিয়েই বাসায় রান্নাঘরের চুলার লাইন চালু ছিল। ফলে গ্যাস সিলিন্ডারের ওই লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে পুরো ঘরে জমে যায়। চুলা জ্বালানোর সময় ওই গ্যাস আগুনের সংস্পর্শে এলে এ দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *