আগামীকাল মঙ্গলবার থেকে আবারো শুরু হচ্ছে কক্সবাজারের ফ্লাইট। ফ্লাইট চালাতে আজ সোমবার এয়ারলাইনসগুলোকে অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক সূত্রে জানা গেছে, আপাতত দিনে কক্সবাজারে সর্বোচ্চ দুটি করে ফ্লাইট পরিচালনা করতে পারবে এয়ারলাইনসগুলো।
বেবিচকের অনুমতি পাওয়ার পরপরই রুটটিতে ফ্লাইট চালানোর ঘোষণা দিয়েছে বেসরকারি এয়ারলাইনস ইউএসবাংলা ও নভোএয়ার।
নভোএয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকে ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা শুরু করার প্রস্তুতি নিচ্ছে।
Read More News
ঢাকা থেকে সকাল সাড়ে ৯টা ও বেলা ৩টা এবং কক্সবাজার থেকে বেলা ১১টা ৫ মিনিটে ও বিকেল ৪টা ৩৫ মিনিটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।
ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে কক্সবাজার সকাল সাড়ে ৯টায় ও বেলা সাড়ে ৩টায় এবং কক্সবাজার থেকে ঢাকায় বেলা ১১টা ৫ মিনিটে ও বিকেল ৫টা ৫ মিনিটে ফ্লাইট চলবে।