সিলেটে আজ শনিবার এক ঘণ্টার মধ্যে চার দফা ভূকম্পন অনুভূত হয়েছে। এতে সিলেটজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই ধারণা করছেন, ছোট ছোট ভূকম্পনের পর বড় ধরনের ভূমিকম্প হতে পারে। আর বড় ধরনের ভূমিকম্প হলে সিলেট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।
Read More News
আজ শনিবার সকাল ১০টা ৩৭ মিনিটে, ১০টা ৫১ মিনিটে, বেলা সাড়ে ১১টায় এবং ১১টা ৩৪ মিনিটে সিলেটে ভূকম্পন অনুভূত হয়।
ঢাকা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বলেন, আমরা সিলেট স্টেশন থেকে ভূমিকম্পের বিষয়টি অবহিত হয়েছি। ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১। এক ঘণ্টার মধ্যে চার দফা ভূমিকম্পে অফিস-আদালতে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের সময় অনেককেই কর্মস্থল থেকে বের হয়ে খোলা স্থান ও সড়কে চলে আসতে দেখা যায়।