মালদ্বীপের স্পিকার মোহাম্মদ নাশিদ বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মালদ্বীপের রাজধানী মালের জনবহুল এলাকায় স্পিকারের বাসভবনের সামনে বিস্ফোরণটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনে গাড়িটি দাঁড় করাতেই শক্তিশালী বিস্ফোরণ হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেখানে দাঁড় করানো একটি মোটরসাইকেলে বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণে তার দেহরক্ষীরাও আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে স্পিকারকে উদ্ধার করে মালের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
Read More News
ছোট্ট দ্বীপরাষ্ট্রটিতে এমন হামলার ঘটনা বিরল। হামলায় নাশিদের আহত হওয়ার খবর স্বীকার করেছে সেদেশের পুলিশ। এ ঘটনায় মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ জরুরি বৈঠক ডেকেছেন।