ভারতে করোনা মহামারির বিপর্যয় ঠেকাতে সেনাবাহিনী

ভারতে করোনা মহামারির বিপর্যয় ঠেকাতে দেশটির হাসপাতালগুলোতে সেনাবাহিনীর সদস্যদের সাহায্য করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্য, জার্মানি ও যুক্তরাষ্ট্র থেকে জরুরি চিকিৎসা উপকরণ পাঠানো হয়েছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, হাসপাতালগুলোতে সাহায্য করার পাশাপাশি সেনাবাহিনীর জন্য মজুত করা অক্সিজেনও হাসপাতালগুলোতে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়ান। বৈঠকের পরেই সেনাবাহিনীকে বিপিন রাওয়াত এই নির্দেশনা দেন।
Read More News

ভারতের সশস্ত্র বাহিনী থেকে দুই বছর আগে অবসর নেওয়া সব চিকিৎসককে কাজে ফেরানো হচ্ছে। তাদের বাড়ির কাছে থাকা কোভিড সেন্টারে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সেনা থেকে অবসর নেওয়া নার্সিং স্টাফদেরও করোনা যুদ্ধে মোতায়েন করা হবে বলে জানিয়েছেন রাওয়াত।

জেনারেল বিপিন রাওয়াত প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, অবসরপ্রাপ্ত অন্য মেডিকেল স্টাফদের জরুরি হেল্পলাইনের মাধ্যমে পরিষেবা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সেনাবাহিনীর চিকিৎসা ব্যবস্থাকে সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। বৈঠকে কমান্ড সদর দপ্তর, কোর সদর দপ্তর, বিভাগীয় সদর দপ্তর এবং ভারতীয় নৌবাহিনী ও বিমানবাহিনীর সদর দপ্তরে কর্মরত মেডিকেল অফিসারকে হাসপাতালে কোভিড মোকাবিলার জন্য নিযুক্ত করা হবে। হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে নার্সিং কর্মীদেরও প্রচুর সংখ্যায় নিয়োগের কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *