দেখতে দেখতে ১৪টা বছর একসঙ্গে সুখে কাটিয়ে ফেলেছেন ঐশ্বর্য রাই বচ্চন আর অভিষেক বচ্চন। এই যেন সে দিনের ঘটনা ২০০৭ সালে অমিতাভ বচ্চনের প্রতীক্ষা বাংলোয় শেষ হয়েছিল একসঙ্গে থাকার প্রতীক্ষা, বিবাহবন্ধনে বাঁধা পড়েছিলেন ঐশ্বর্য আর অভিষেক। সেই বিয়ে অবশ্য হয়েছিল বেশ ঘরোয়া ভাবে, ফটোগ্রাফারদের সেখানে প্রবেশের অধিকার ছিল না। তার পর যখনই বিবাহবার্ষিকীর সময় এসেছে, তখনও কিন্তু কোনও রকম বাড়াবাড়ি করেননি দেশের অন্যতম জনপ্রিয় এই দম্পতি। নিজেদের মতো করে দিনটা উদযাপন করেছেন তাঁরা। জন্মের পর থেকে সেই উদযাপনে সামিল হয়েছে তাঁদের মেয়ে আরাধ্যা বচ্চনও।
Read More News
চলতি বছরের বিবাহবার্ষিকী যদিও আরও সাদামাটা কেন না, এই বছর অভিষেক শহরে নেই, শ্যুটিংয়ের জন্য তিনি রয়েছেন পরিবার থেকে দূরে। ঐশ্বর্য কিন্তু সেই নিয়ে কোনও রকম অভিমান প্রকাশ করেননি বরং বুঝদার পত্নীর মতো তিনি স্বামীর পেশাদারি কর্তব্যে সঙ্গ দিয়েছেন। তবে বিশেষ দিন বলে কথা! তাই বাড়িতে থাকলেও একটু হলেও সাজগোজ করতে ছাড়েননি জুনিয়র বচ্চন-ঘরণী। যে ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, তাতে তাকে দেখা গিয়েছে যত্ন করে প্রসাধন করতে। একরাশ চুল যত্ন করে আঁচড়ে নিয়ে কাঁধের একপাশে খোলাই রেখে দিয়েছেন নায়িকা, ঠোঁটে দিয়েছেন কামনার মতো মদির লাল রঙের লিপস্টিক। তার পর মেয়ে আরাধ্যাকে কোলে বসিয়ে স্বামীর সঙ্গে কথা বলতে যোগ দিয়েছেন ভিডিও কলে। সেই ভিডিও কলের ছবিই নায়িকা সম্প্রতি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে।
https://www.instagram.com/p/CN6rMMBJNId/?utm_source=ig_embed