কংগ্রেসের নেতা রাহুল গান্ধী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৫০ বছর বয়সী রাহুল আজ মঙ্গলবার এক টুইটে লিখেছেন, ‘মৃদু উপসর্গ দেখা দেওয়ার পর মাত্রই কোভিড পজিটিভ হওয়ার কথা জানতে পারলাম। সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, সবাই দয়া করে নিরাপত্তাবিধি মেনে চলুন এবং নিরাপদে থাকুন।’
After experiencing mild symptoms, I’ve just tested positive for COVID.
All those who’ve been in contact with me recently, please follow all safety protocols and stay safe.
— Rahul Gandhi (@RahulGandhi) April 20, 2021
এদিকে রাহুল গান্ধীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এক টুইট বার্তায় তাঁর সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে মোদি লেখেন, ‘আমি লোকসভা এমপি শ্রী রাহুল গান্ধীজির সুস্বাস্থ্য ও দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’
I pray for the good health and quick recovery of Lok Sabha MP Shri @RahulGandhi Ji.
— Narendra Modi (@narendramodi) April 20, 2021
অন্যদিকে কংগ্রেসের আরেক শীর্ষস্থানীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং তীব্র জ্বর নিয়ে গতকাল সোমবার হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ৮৮ বছর বয়সী মনমোহন সিং ভারতের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা কোভ্যাক্সিনের উভয় ডোজই নিয়েছেন। ৩ এপ্রিল দ্বিতীয় ডোজ নেন তিনি।
Read More News
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির এআইআইএমএস ট্রমা সেন্টারে চিকিৎসাধীন মনমোহন সিংয়ের অবস্থা স্থিতিশীল বলে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন আজ মঙ্গলবার সকালে জানিয়েছেন। মনমোহনের করোনা সংক্রমণের খবর প্রকাশের পর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছিলেন রাহুল গান্ধী।