সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছেন করিশ্মা তান্না

গরমে ফের বাজার গরম করলেন করিশ্মা তান্না ৷ সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল হয়েছে করিশ্মা তান্নার ছবি ৷

কারিশমা তান্না একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, মডেল, টিভি অভিনেত্রী ও উপস্থাপিকা। কিউঁকি সাস ভি কাভি বহু থি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন তিনি। তিনি ২০১৪ সালে বিগ বস প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন। এছাড়াও, তাকে জারা নাচকে দেখা (২০০৮), নাচ বলিয়ে (২০১৫) ও ঝলক দিখলা জা (২০১৬) এর মত রিয়েলিটি শোতে দেখা গিয়েছে। গ্রান্ড মাস্তি চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটার পর ২০১৮ সালে তার অভিনীত চলচ্চিত্র সঞ্জু মুক্তি পায়। ২০১৫ সালে বাংলাদেশ থেকে গুগলে সবচেয়ে বেশিবার খোঁজা ব্যক্তির তালিকায় দশ নম্বরে ছিলেন তিনি।
Read More News

কারিশমা তান্না বেড়ে উঠেছেন গুজরাটি পরিবারে। ২০১২ সালে তার বাবা মারা যান। তিনি তার মায়ের সাথে বাস করেন।

২০১৪ সালে তিনি উপেন প্যাটেলের সাথে সম্পর্কে জড়ান এবং তাদের মাঝে বাগদান সম্পন্ন হয়। ২০১৬ সালে তাদের সম্পর্কের ইতি ঘটে।

https://www.facebook.com/photo.php?fbid=295201448641268&set=pb.100044542444707.-2207520000..&type=3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *