মিসরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে ট্রেন লাইনচ্যুত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০০ মানুষ। রোববার কায়রো থেকে মনসুরার নাইল ডেল্টা শহরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।
আকস্মিক ভয়াবহ রেল দুর্ঘটনায় মুহূর্তেই বদলে যায় গোটা দৃশ্য। মিসরের রাজধানী কায়রোর একটি রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে মাত্র ৪০ কিলোমিটার দূরেই দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী ট্রেন। রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকের এ ঘটনায় হতাহত হন শতাধিক মানুষ। স্থানীয় রেল কর্তৃপক্ষ জানায়, মনসুরা এলাকার নাইল ডেল্টা শহরের উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি।
Read More News
দুর্ঘটনার পরপরই চারদিকে আত্মচিৎকার আর আতংক ছড়িয়ে পড়ে। একের পর এক অ্যাম্বুলেন্স আসতে থাকে ঘটনাস্থলে। জড়ো হয় শত শত মানুষ। আহতদের উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে।