ভারতে এক দিনে রেকর্ডসংখ্যক করোনায় আক্রান্ত

ভারতে এক দিনে রেকর্ডসংখ্যক করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ বুধবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক দিনে এক লাখ ৮৪ হাজার ৩৭২ জনের করোনা শনাক্ত হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৭ জনের করোনায় মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল এক লাখ ৭২ হাজার ৮৫ জনে। এ পর্যন্ত ভারতের এক কোটি ৩৯ লাখ মানুষের করোনা ধরা পড়েছে।

ভারতের তিন রাজ্য মহারাষ্ট্র, পাঞ্জাব ও ছত্তিশগড়ে সবচেয়ে বেশি করোনার সংক্রমণ হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তার মধ্যেই উত্তরাখন্ড রাজ্যের হরিদ্বারে কুম্ভমেলায় গেছেন লাখ লাখ মানুষ। সেখানে করোনাবিধি মানা হচ্ছে না বলে অভিযোগ।

মহারাষ্ট্র রাজ্যে কার্যত লকডাউন ঘোষণা করা হয়েছে। দিল্লিসহ উত্তর ভারতের বিভিন্ন শহরে রাতে কারফিউ জারি করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে কড়াকড়ি হচ্ছে। ব্যতিক্রম শুধু হরিদ্বার। সেখানে কুম্ভমেলায় স্নান উপলক্ষে সমবেত হয়েছেন লাখ লাখ মানুষ। স্বাভাবিকভাবেই সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব। গঙ্গাস্নানের আগে ও পরে মুখে মাস্ক পরাও সম্ভব নয়। ভারতের সরকারি হিসাবে হরিদ্বারে দুই দিনে এক হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
Read More News

মেলাফেরতরা সংক্রমণ আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, কুম্ভমেলার কারণে করোনা ভয়ংকরভাবে বেড়ে যেতে পারে। এক হিসাবে বলা হচ্ছে, গত সোমবার কুম্ভমেলায় স্নানের জন্য ২৮ লাখ মানুষ হরিদ্বারে পৌঁছেছিলেন। তাদের সামলাতে হিমশিম খেয়েছে প্রশাসন।

বিশ্বখ্যাত পরিসংখ্যান সাইট ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, ভারতে বর্তমানে ১৩ লাখ ৬৫ হাজার ৬৭৪ জন করোনা রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে আট হাজার ৯৪৪ জনের অবস্থা গুরুতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *