শ্রেয়া ঘোষাল মা হতে চলেছেন এ খবর আগেই শেয়ার করেছিলেন সোশাল মিডিয়ায়৷ বেবি বাম্পের ছবি দিয়ে শ্রেয়া লিখেছিলেন তাঁর জীবনে আসতে চলেছে নতুন সদস্য৷ ইনস্টাগ্রামে শ্রেয়া লিখেছিলেন, ‘বেবি শ্রেয়াদিত্য খুব শীঘ্রই আমাদের জীবনে আসছে৷ ওকে সঙ্গে করেই আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করব৷’
Read More News
আর এবার শ্রেয়া তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করলেন তাঁর সাধের ছবি৷ তবে এই সাধের ছবি একবারেই অভিনব৷ কারণ, শ্রেয়া জানিয়েছেন, ভিডিয়ো কল করে বন্ধুরা সাধ দিলেন শ্রেয়াকে!
https://www.instagram.com/p/CNg7KXlg3qO/?utm_source=ig_embed
শ্রেয়া ঘোষাল ইনস্টাগ্রামে যে ছবি আপলোড করেছেন, তাতে দেখা গিয়েছে হাতে ‘মম টু বি’র প্ল্যাকার্ড হাতে ধরে আছেন৷ টেবিলে রাখা পঞ্চব্যাঞ্জন সহকারে সাধের খাবার৷ শ্রেয়া জানিয়েছেন, এই পুরো ব্যবস্থাটাই বন্ধুদের করা৷ সবাই নিজেদের হাতে করে রান্না করে তাঁকে এসব পাঠিয়েছেন৷ বন্ধুদের কাছ থেকে এরকম একটা সারপ্রাইজ পেয়ে দারুণ খুশি শ্রেয়া৷ শ্রেয়ার এই বন্ধুদের তালিকায় রয়েছেন কৌশিকী চক্রবর্তী, শান্তনু মৈত্র৷ তবে এর নেপথ্যে ছিলেন শ্রেয়ার স্বামী শিলাদিত্য৷
২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বহুদিনের বন্ধু ও প্রেমিক শিলাদিত্যের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শ্রেয়া৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ছবিও৷ শ্রেয়া জানিয়ে ছিলেন, বিয়ের পর তাঁর জীবন অন্য রঙে সেজে উঠেছে৷ এবার সন্তান আসার পরে সেই রঙে যে নতুন আভা পড়বে, তার ইঙ্গিত শ্রেয়ার পোস্টেই রয়েছে৷
শ্রেয়ার ঝুলিতে একের পর এক হিট৷ রিয়্যালিটি শো থেকে বলিউডের এক নম্বর গায়িকা হওয়ার যে জার্নি, তা শ্রেয়া কখনই ভোলেন না৷ তাই তো এখনও রয়েছেন মাটির মানুষ হয়ে৷ দেবদাস ছবির ‘সিলসিলা হ্যায় চাহাত কা’ গানে প্রথমেই ছিনিয়ে নিয়েছিলেন জাতীয় পুরস্কার৷ তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি৷ তাঁর মিষ্টি গলায় বলিউড একেবারে বুঁদ৷ জিসম, পরিণীতা, সাওয়ারিয়া, হ্যাপি নিউ ইয়ার ছবির গানে একের পর এক ছক্কা মেরেছেন শ্রেয়া৷ বাংলা ছবির গানেও শ্রেয়ার জাদু অনবরত ছড়িয়ে পড়েছে৷ সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র-র সঙ্গে জুটি বেঁঝে কামাল করেছেন শ্রেয়া৷ সেই শ্রেয়ার জীবনেই এবার শুরু হতে চলেছে নতুন অধ্যায়৷