জনপ্রিয় পাঞ্জাবি সংগীতশিল্পী দিলজান (৩১) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মঙ্গলবার ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে অমৃতসরের কাছে জন্ডিয়াল গুরু এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দিলজান। অমৃতসর থেকে এই সংগীতশিল্পী করতারপুরে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে তাঁর গাড়ির সংষর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান দিলজান। দিলজানের স্ত্রী ও সন্তানেরা কানাডায় রয়েছেন।
জন্ডিয়ালা গুরু থানার পরিদর্শক যতীন্দ্র সিং বলেছেন, দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত চলছে।
Read More News
দিলজান জনপ্রিয় পাঞ্জাবি সংগীতশিল্পী। তিনি ২০১২ সালে টেলিভিশন শো সুর ক্ষেত্রের প্রতিযোগী ছিলেন। এ আয়োজনে ভারত ও পাকিস্তানের প্রতিযোগীরা অংশ নিয়েছিল। পরে বহু পাঞ্জাবি গান গেয়েছেন দিলজান। সেইসঙ্গে বহু ভক্তিগীতি পরিবেশন করেছেন তিনি। দিলজান আওয়াজ পাঞ্জাব দি-তেও অংশগ্রহণ করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পাঞ্জাবি সংগীতাঙ্গনের অনেকেই দিলজানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
https://www.instagram.com/p/CNB3g79hmy-/?utm_source=ig_embed
ExamsWorld