সোশাল মিডিয়ায় টপলেস ছবি পোস্ট করে এবার বিতর্কের মুখে পড়লেন টিভি সেলেব “দিব্যা আগরওয়াল” ৷ দিব্যার এই ছবি দেখে নেটিজেনরা ইতিমধ্যেই কু-মন্তব্যে ভরা ট্রোল করতে শুরু করে দিয়েছেন ৷ তবে স্বভাবে ঠোঁটকাটা এই মেয়ে কিন্তু চুপ থাকার পাত্রী নয় বরং নেটিজেনদের একহাত নিয়েছেন দিব্যা ৷
গপ্পোটা হল, সম্প্রতি দিব্যা আগরওয়াল তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করেছেন একটি ভিডিয়ো যেখানে তিনি একেবারে নতুন কায়দায় একটি ভিডিয়ো রেকর্ড করেছেন৷ এই ভিডিয়োতে দিব্যাকে দেখা যাবে একেবারে টপলেস হয়ে, শুধুমাত্র ফুলে দিয়েই ঢেকে রেখেছেন তাঁর শরীরের উপরের অংশ ৷ এই ভিডিয়োই পোস্ট করার পর থেকেই সোশাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে তুমুল শোরগোল ৷
দিব্যার এই পোস্ট দেখে নেটিজেনদের একাংশ কু-মন্তব্যে ভরিয়ে তুলেছে দিব্যার ওয়াল ৷ দিব্যা চুপ থাকেননি ৷ সেই পোস্টের ছবি তুলে দিব্যা স্পষ্ট জানিয়েছেন, এটা একটা কনসেপ্ট শুট৷ যা দেখে অনেকেই বাজে মন্তব্য করছেন৷ আমি কোন পোশাক পরব, কোন পোশাক পরব না ৷ তা বলার অধিকার আপনাদের কেউ দেয়নি৷ হতাশ হচ্ছি এটাই দেখে মানুষের চিন্তা ভাবনা কোন পর্যায়ে গিয়েছে ৷
Read More News
এর আগেও বহুবার ট্রোল হয়েছেন দিব্যা৷ বার বারই তাঁর প্রতিবাদ করেছেন ৷ তবে এবার যেন পুরো বিষয় নিয়ে একটু বেশিই রেগে গিয়েছেন দিব্যা ৷ অন্যদিকে দিব্যার বয়ফ্রেন্ড ভিডিয়োটি দেখে দারুণ প্রশংসা করেছেন ৷ বরুণ সুধের কথায়, সত্যিই তোমাকে নোটিশ করতে পারছি ৷ টেলিভিশনে জনপ্রিয় মুখ দিব্যা আগরওয়াল ৷ বিজ্ঞাপন জগতেও নামডাক তাঁর ৷ তবে সোশাল মিডিয়া তাঁর ফ্যান ফলোয়িং চোখে পড়ার মতো ৷ দিব্যা ভেবেছিলেন এই ধরনের পোস্ট করে ট্যাবু ভাঙবেন সমাজের ৷ তবে উলটোটাই হল৷ তিনি হলেন নেটিজেনদের হাতে ট্রোল৷