ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে ঢুকলেন শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হলগুলোতে শিক্ষার্থীদের অবস্থানের পর এবার হলে ঢুকে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ঢোকেন শিক্ষার্থীরা। তবে তাঁরা হল প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের বাধার সম্মুখীন হননি। সেখানে আধঘণ্টা থেকে ৪০ মিনিট অবস্থানের পর হল থেকে বের হয়ে যান তাঁরা।

জানা গেছে, শিক্ষার্থীরা আবাসিক হল খোলার দাবিতে হলে প্রবেশ করেন। এ সময় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

একাধিক শিক্ষার্থী জানান, করোনা মহামারির কারণে বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও সব শিক্ষা কার্যক্রম চলছে। সব ধরনের প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান কেন খোলা নয়, এমন চিন্তা থেকেই হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, শিক্ষার্থীদের হলে ওঠার বিষয়টি শুনেছি। তাঁদের সঙ্গে কথা বলব। দেখি কী করা যায়।
Read More News

এদিকে, আবাসিক হল খোলার দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থীরা। তাঁরা হল খোলার পক্ষে বিভিন্ন ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন।

এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবাসিক হল খোলার দাবিতে আজ সোমবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করবেন শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *