স্বামী কানইয়ে ওয়েস্টের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন মার্কিন টেলিভিশন সঞ্চালিকা, পেজ থ্রি সেলেব কিম কার্দাশিয়ান৷ প্রায় ৬ বছরের বিয়ের সম্পর্ক এবং আট বছরের প্রেমকে এবার টা-টা-বাই-বাই করতে চলেছেন কিম।
বহুদিন ধরেই গুঞ্জনে ছিল কিম নাকি তাঁর স্বামী কানইয়ে ওয়েস্টের সঙ্গে আর থাকতেই পারছেন না৷ এমনকী, শোনা গিয়েছিল কিম নাকি বহু জায়গাতেই বলেছিলেন স্বামীর সঙ্গে আর থাকা যাচ্ছে না, জীবনটা নরক হয়ে যাচ্ছে৷ তবে কিমের সেকথা অনেকেই বিশ্বাস করছিলেন না৷ সবাই কিমের এই বক্তব্যকে খবরে থাকার এক কায়দা বলেই মনে করেছিলেন৷ অবশেষে এসব গুঞ্জনের ইতি নিজে হাতেই টেনে দিলেন কিম৷ সবাইকে তাক লাগিয়ে ডিভোর্স ফাইল করলেন কিম কার্দাশিয়ান৷
Read More News
কিমের যাঁরা কাছের মানুষ তাঁরা দু’একজন সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন৷ তাঁদের কথায়, কিমের সংসার অশান্তি বহুদিন ধরেই চলছিল৷ শুধুমাত্র সন্তানের মুখ চেয়েই নাকি সংসার করে চলেছিলেন কিম৷ তবে এখন আর নয় !
জানুয়ারি মাসেই প্রথম শোনা যায় কিম কার্দাশিয়ান নাকি ডিভোর্স দিতে চলেছেন৷ তখনও বিবাহবিচ্ছেদের মামলা আদালতে দায়ের করেননি কিম৷ তবে এবার পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি৷ অশান্তির পরিবেশ না বাড়িয়ে এতদিনের সম্পর্কে ছেদ আনতে চলেছেন জনপ্রিয় কিম৷
তবে ডিভোর্সের ব্যাপারে এখনও সরাসরি মুখ খোলেননি কিম বা তাঁর স্বামী কেউ-ই৷ তবে শোনা যাচ্ছে ৪ সন্তানের যৌথ কাস্টাডির কথা জানানো হয়েছে কিমের তরফ থেকে৷
কিম স্পষ্ট জানিয়ে ছিলেন, তাঁর স্বামী বাইপোলার ডিজওর্ডারের সমস্যায় ভুগছনে৷ যার জন্যই সংসারে অশান্তি৷ স্বামীর জন্য নিজেও মানসিক অবসাদে চলে গিয়েছেন৷এর থেকে মুক্তি চান কিম৷ ২০১৪ সালে বিয়ে হয় কিম৷ কিমের বিয়ে নজর কেড়েছিল গোটা দুনিয়ার৷ সেই বিয়েতে যে এভাবে ভেঙে যাবে তা ভাবতে পারছেন না কিমের ফ্যানেরা৷