প্রথম টিকা গ্রহণকারী রুনুকে সম্মাননা দিল ইউনাইটেড হাসপাতাল

বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসে আরও একটি অধ্যায় যোগ করেছেন করোনার টিকা গ্রহণকারী প্রথম ব্যক্তি রুনু ভেরোনিকা কস্তা। তার সাহসী দৃপ্ত অঙ্গীকারে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের সবাই অভিভূত। সেই রুনু ভেরোনিকা কস্তাকে সম্মাননা দিল ইউনাইটেড হাসপাতাল লিমিটেড। শনিবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০২ সালে রুনু ভেরোনিকা কস্তা ইউনাইটেড হসপিটালে তার নার্সিং ক্যারিয়ার শুরু করেন এবং এরপর টানা সাড়ে ৯ বছর এখানে কাজ করেন। কার্ডিয়াক আইসিইউতে কাজ করার সময় রুনুর একনিষ্ঠতা, একাগ্রতা ও দক্ষতা সম্পর্কে প্রশংসা করেন ডিরেক্টর কার্ডিয়াক সার্জারি বিভাগের চিফ কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবির।

ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ফাইজুর রহমান রুনু ভেরোনিকা কস্তাকে ফুল ও উপহার দিয়ে সম্মাননা প্রদান করেন। এ সময় তিনি রুনুর সাহসী অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন।
Read More News

রুনু ভেরোনিকা কস্তা ইউনাইটেড হাসপাতালে তার কাজের অভিজ্ঞতা স্মরণ করেন ও সাবেক সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন। এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে হাসপাতালের অন্যান্য পরিচালক, উচ্চপদস্থ কর্মকর্তা এবং ডিপার্টমেন্টের কনসালট্যান্ট, চিকিৎসক এবং নার্সরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *