জম্মু-কাশ্মীরের নবীন প্রজন্ম কেমনভাবে দিন কাটাচ্ছে? সেই গল্পই এবার দর্শকদের বলতে চলেছেন পরিচালক আস্তিক দলাই। সম্প্রতি মুক্তি পেল সেই ছবির ট্রেলার। ‘নোবেল পিস’ নামে ছবিটি প্রযোজনা করেছেন ও পি রাই। ইতিমধ্যেই ১০ম দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে পুরষ্কৃত হয়েছে সিনেমাটি। ইউটিউবে মুক্তিপ্রাপ্ত ২ মিনিট ৯ সেকেন্ডের ট্রেলারে ‘জার্নি অব আ ট্রু সোল’-এর গল্প বলা হয়েছে অনন্যভাবে।
Read More News
পরিচালক অস্তিক দলাইয়ের কথায়, ‘ছবির আইডিয়া জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক। উপত্যকার নয়া প্রজন্মের কী অবস্থা তা নিয়েই মূলত এক সামাজিক বার্তা দেবে এই ছবি। আপাতত আমরা এই ছবিটিকে ওটিটি প্ল্যাটফর্মেই লঞ্চ করতে চাই।’
ছবিতে অভিনয় করেছেন হিতেন তেজওয়ানি, মুদাসির জাফর, ময়ুর মেহতা, আরতি শর্মা এবং রোহিত রাজ। এক শিক্ষকের মন্ত্রে কীভাবে পড়ুয়া জীবনের মূল ছন্দ খুঁজে পায় তা নিয়েই এই ছবি।