কারিনা কাপুর খানের প্রথম সন্তান তৈমুর যেভাবে গোটা স্পটলাইট কেড়ে নেয়, সেই তৈমুরের জগতেই ভাগ বসাতে আসছে নতুন কেউ! আর এই নিয়েই নানা জল্পনা-কল্পনার মধ্যে দিয়ে দ্বিতীয়বার মা হওয়ার আনন্দ উপভোগ করছেন কারিনা৷ সোশ্যাল মিডিয়ায় প্রথম থেকেই দারুণ অ্যাক্টিভ কারিনা৷ যখন যা করেন, টুক করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে ভোলেন না৷ আর তাই তো সম্প্রতি কারিনার নতুন পোস্ট দেখে নতুন গুঞ্জন শুরু!
Read More News
কারিনা কাপুর খান তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন একটি ছবি৷ যেখানে দেখা গিয়েছে, টেবিলের সামনে সুস্বাদু সব খাবার সাজানো৷ আর সোফায় কারিনাকে ঘিরে বসে রয়েছেন করিশ্মা কাপুর, মালাইকা আরোরা খান, অমৃতা অরোরা৷ পোস্টে লেখা…It’s been a FORTUNE of memories… on to the next… to new beginnings PS: #Fortune you have been kind #FortuneNights #EndOfAnEra #KaftanSeries.” The current building that Kareena and Saif live in, is named ‘Fortune Apartments. এই পোস্ট থেকে অনেকেই আঁচ করছেন, কারিনা হয়তো তাঁর ও সাইফের পুরনো বাড়ি ফরচুন অ্যাপার্টমেন্ট ছাড়তে চলেছেন৷ দ্বিতীয় সন্তানকে বড় করতে নতুন বাড়িতেই নতুন করে সংসার বসাতে চলেছেন কারিনা! তবে এ ব্যাপারে স্পষ্ট কিন্তু কিছুই জানাননি বেবো বিবি৷
https://www.instagram.com/p/CJ6kdK2pwSi/?utm_source=ig_embed