দ্বিতীয়বার মা হওয়ার আনন্দ উপভোগ করছেন কারিনা

কারিনা কাপুর খানের প্রথম সন্তান তৈমুর যেভাবে গোটা স্পটলাইট কেড়ে নেয়, সেই তৈমুরের জগতেই ভাগ বসাতে আসছে নতুন কেউ! আর এই নিয়েই নানা জল্পনা-কল্পনার মধ্যে দিয়ে দ্বিতীয়বার মা হওয়ার আনন্দ উপভোগ করছেন কারিনা৷ সোশ্যাল মিডিয়ায় প্রথম থেকেই দারুণ অ্যাক্টিভ কারিনা৷ যখন যা করেন, টুক করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে ভোলেন না৷ আর তাই তো সম্প্রতি কারিনার নতুন পোস্ট দেখে নতুন গুঞ্জন শুরু!
Read More News

কারিনা কাপুর খান তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন একটি ছবি৷ যেখানে দেখা গিয়েছে, টেবিলের সামনে সুস্বাদু সব খাবার সাজানো৷ আর সোফায় কারিনাকে ঘিরে বসে রয়েছেন করিশ্মা কাপুর, মালাইকা আরোরা খান, অমৃতা অরোরা৷ পোস্টে লেখা…It’s been a FORTUNE of memories… on to the next… to new beginnings PS: #Fortune you have been kind #FortuneNights #EndOfAnEra #KaftanSeries.” The current building that Kareena and Saif live in, is named ‘Fortune Apartments. এই পোস্ট থেকে অনেকেই আঁচ করছেন, কারিনা হয়তো তাঁর ও সাইফের পুরনো বাড়ি ফরচুন অ্যাপার্টমেন্ট ছাড়তে চলেছেন৷ দ্বিতীয় সন্তানকে বড় করতে নতুন বাড়িতেই নতুন করে সংসার বসাতে চলেছেন কারিনা! তবে এ ব্যাপারে স্পষ্ট কিন্তু কিছুই জানাননি বেবো বিবি৷

https://www.instagram.com/p/CJ6kdK2pwSi/?utm_source=ig_embed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *