বলিউডে প্রথম করোনা ভ্যাকসিন নিলেন অভিনেত্রী শিল্পা শিরোদকর

বলিউডে প্রথম করোনা ভ্যাকসিন পেলেন অভিনেত্রী শিল্পা শিরোদকর। ইনস্টাগ্রামের মাধ্যমে শিল্পা জানালেন আপাতত তিনি দুবাইতে আছেন এবং সেখানেই ভ্যাকসিন নিয়েছেন। অভিনেত্রী যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, তার মুখে মাস্ক এবং হাতে ছোট একটি ব্যান্ডেজ আটকানো রয়েছে। জানা গিয়েছে, করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার ২১ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে শিল্পাকে৷ বলাবাহুল্য তিনিই প্রথম বলিউড তারকা যিনি করোনা টিকা গ্রহণ করলেন৷
Read More News

অভিনেত্রী নম্রতা শিরোদকরের বড় দিদি শিল্পা। ১৯৮৯ সালে ‘ভ্রষ্টাচার’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তিনি। প্রথম ছবিতেই মিঠুন চক্রবর্তী এবং রেখার সঙ্গে অভিনয় করেন শিল্পা। এ ছাড়াও ‘এক মুঠঠি আসমান’, ‘সিলসিলা প্যায়ার কা’-র মতো বিখ্যাত ধারাবাহিকেও কাজ করেছেন তিনি।

তিনি আপাতত শেষ কাজ করেছেন শেখর সুরির ‘গানস অব বেনারস’ ছবিতে। ছবিটি ২০১৪ সালে শ্যুট হলেও ২০২০ সালে রিলিজ করে।

https://www.instagram.com/p/CJtLSdllGyW/?utm_source=ig_embed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *