যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে টিকার প্রথম ডোজ গ্রহণের এক সপ্তাহ পর একজন স্বাস্থ্যকর্মী (নার্স) নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ওই স্বাস্থ্যকর্মী ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনার টিকা নিয়েছিলেন। টিকা নেওয়ার এক সপ্তাহ বেশি সময় পর তাঁর শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিতে শুরু করে। এর দুদিন পর তাঁর করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে।
Read More News
ওই স্বাস্থ্যকর্মী ম্যাথু ডব্লিউ (৪৫) চলতি মাসের ১৮ তারিখ এক ফেসবুক পোস্টে বলেন, তিনি ফাইজার-বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন গ্রহণ করেন। এর ছয়দিন পর তাঁর শরীরে করোনার লক্ষণ দেখা দিতে শুরু করে। এরপর চলতি মাসের ২৬ তারিখ স্থানীয় হাসপাতালে গিয়ে করোনার পরীক্ষা করালে ধরা পড়ে ভাইরাস।
সান দিয়াগোর ফ্যামিলি হেলথ সেন্টারের ডা. ক্রিস্টিয়ান রামার্স এবিসি নিউজকে বলেছেন, এটি মোটেই অপ্রত্যাশিত নয়।
ক্রিস্টিয়ান রামার্স আরো বলেন, ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের সময় আমরা জেনেছি, ভ্যাকসিন দেওয়ার পর ১০ থেকে ১৪ দিন সময় লাগে শরীরে সুরক্ষা বলয় তৈরি হতে। এর পরেও রোগীর ১০ থেকে ১৪ দিন পরে দ্বিতীয় ডোজ দরকার হয় পুরো নিরাপত্তার জন্য। প্রথম ডোজে ৫০ শতাংশ নিরাপত্তা দিলেও দ্বিতীয় ডোজের পরে এটি ৯৫ শতাংশ পর্যন্ত প্রতিরোধক্ষমতা গড়ে তুলতে পারে।